সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্পঞ্জ ও গদির ওপর সিজদা করা যাবে কী?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সেজদা করার ক্ষেত্রে মূলনীতি হলো, যেখানে কপাল ও নাক স্থাপন করা যায়। আর যদি তা নরম ও গলিত স্থান হয় তাহলে কপাল রাখার পর চাপ ও শক্ততা অনুভব করতে হবে। এ নীতির উপর তুলা ও স্পঞ্জের গদির হুকুমের ভিত্তি। যদি গদি এমন নরম ও মোটা হয় যে, কপাল ঠেকে না, যেমনটি স্পঞ্জের মোটা গদিতে হয়ে থাকে, তাহলে এর উপর সিজদা করা যাবে না। আর যদি কপাল ও নাক ঠেকে যায় এবং কিছুটা শক্ত অনুভূত হয় তাহলে তার উপর সিজদা করা বৈধ হবে।

পূর্বাশানিউজ/১৯ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি