রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিজিবি দিবস আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বুধবার যথাযোগ্য মর্যাদায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৭ উদযাপন করা হচ্ছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন, দিবসের কর্মসূচি অনুযায়ী বুধবার পিলখানায় বিজিবির সদর দপ্তরে সকাল ৮টায় ফোর্সের রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হবে। সকাল সোয়া ৮টায় সীমান্ত গৌরবে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। সকাল ১০টায় বিজিবি দিবসের কুচকাওয়াজ হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কর্মকর্তা ও সদস্যদের পদক দেবেন। দুপুর সোয়া ১২টায় বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের দরবার গ্রহণ করবেন।

সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত থাকবেন বিজিবির এ কুচকাওয়াজ অনুষ্ঠানে।

বিজিবির এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের অব্যাহত বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা উন্নয়নের নিদর্শনের অংশ হিসেবে প্রথমবারের মতো বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক কৃষাণ কুমার শর্মা নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মায়ইন্ট তোয়ের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল। এ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

তিনি আরো জানান, বিজিবি দিবস উপলক্ষে পিলখানা ছাড়াও ঢাকার বাইরে বিজিবির সব রিজিয়ন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ, সকল সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে মিলাদ ও বিশেষ দোয়া, আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিশেষ দরবার, বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে পিলখানায় বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আগামী ২১ ডিসেম্বর বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার হবে। দরবার শেষে অনারারি সহকারী পরিচালক থেকে অনারারি উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান, অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান, মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্র প্রদান এবং বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীগণের সংবর্ধনা দেওয়া হবে।

পূর্বাশানিউজ/২০ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি