শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এশিয়ায় মদ পানে শীর্ষে দক্ষিণ কোরিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিশ্বস্বাস্থ্য সংস্থা হু’র এক রিপোর্টে বলা হয়েছে এশিয়ায় দক্ষিণ কোরিয়ার নাগরিকরা বছরে মাথাপিছু ১০.৯ বা প্রায় ১১ লিটার মদ পান করে। ১৫ বছর বয়সেই তারা এ পরিমাণ মদ পান করে এশিয়ায় শীর্ষ স্থান অধিকার করেছেন। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম, তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড এবং সবচেয়ে কম মদ পান করে পাকিস্তানের নাগরিকরা। যদিও বিষাক্ত মদ পানে মৃত্যুর খবর ওই দেশটিতে পাওয়া যায়। তবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় অনেকে মদ পান করলেও বছরে তা মাথাপিছু বড়জোর এক বোতলের সমান। এশিয়ার দেশগুলোতেই মদের কদর সবচেয়ে বেশি।

হু’এর এ প্রতিবেদনে বলা হচ্ছে মুসলিম দেশগুলোতে ধর্মীয় কারণে মদ পান কম করা হয়। এসব দেশে মদ বিক্রি ও উৎপাদনও নিষিদ্ধ। তবে দক্ষিণ কোরিয়ার মত কোনো দেশেই এত বেশি মদ পান করা হয় না। দেশটিতে চাল থেকে উৎপাদিত মদ ‘সোজু’র কদর রয়েছে বেশ।

এশিয়ায় মদ পানে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়া ও চীন। চীনে পদ পানের সংস্কৃতি অর্থনীতিতে উন্নয়নের সূচক হিসেবে পরিগণিত হয়। এদিকে থেকে জাপান হচ্ছে স্বর্গরাজ্য হলেও এশিয়ায় ষষ্ঠ স্থানে রয়েছে দেশটি। এরপর রয়েছে কম্বোডিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত ও শ্রীলঙ্কা। তবে মদ পান ভুটানের সংস্কৃতির অংশ হলেও দেশটিতে মদ্যপায়ীর সংখ্যা খুবই কম।

:23/12/ 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি