শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে ১৫টি যুদ্ধ হেলিকপ্টার তৈরিতে ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাড়ে ৫ টন ওজনের হালকা যুদ্ধ হেলিকপ্টার তৈরিতে ভারত সরকার ৫’শ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। এসব কপ্টার চীন ও ভারত সীমান্তে মোতায়েন করা হবে। দুর্যোগপূর্ণ হিমালয় পাহাড়ি এলাকায় ২০ হাজার মিটার উঁচুতে এসব কপ্টার কার্যকর ভূমিকা রাখবে। ভারতের বিমান ও সেনাবাহিনী এধরনের হেলিকপ্টার ব্যবহার করবে। স্পুটনিক

বেঙ্গালুরুতে হিন্দুস্তান এ্যারোনটিক্যাল লিমিটেড এসব হেলিকপ্টার তৈরি করবে এবং এ প্রতিষ্ঠানটি এ বছরের গোড়ার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছিলেন। এছাড়া অন্তত ৪০টি দেশে ভারতে উৎপাদিত হেলিকপ্টার রফতানির পরিকল্পনাও নেওয়া হয়েছে। দুই ইঞ্জিন বিশিষ্ট এধরনের হেলিকপ্টার যুক্তরাষ্ট্রে নির্মিত এএইচ-সিক্সফোর ই এ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টারের সমকক্ষ অথচ দামে তার চেয়ে অর্ধেক। ভারতের তৈরি এসব হেলিকপ্টারের প্রতিটির দাম পড়বে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

হিন্দুস্তান এ্যারোনটিক্যালের মুখপাত্র গোপাল সুতার জানান, এধরনের ভারতীয় হেলিকপ্টারের মার্কিন এ্যাপাচি হেলিকপ্টারের মতই অভিজাত ধরনের ‘ফায়ার কন্ট্রোল রাডার’ রয়েছে। ফ্রান্সে তৈরি আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ‘মিসট্রাল’ ছোড়ার ব্যবস্থাও থাকছে। রয়েছে ২০ মিলিমিটার বন্দুক, রকেট, গুচ্ছ বোমা, গ্রেনেড লাঞ্চার ও এ্যান্টি-র‌্যাডিয়েশন মিসাইল। দিনে ও রাতে এ কপ্টার থেকে আক্রমণ পরিচালনা করা যাবে। চার কিলোমিটার দূর থেকে ট্যাঙ্ক লক্ষ্য করে আঘাত হানা যাবে। আঘাত হানতে পারবে ড্রোন ও ধীর গতির বিমানকেও।

23/12/ 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি