শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বলছেন ৪৪ ভাগ আমেরিকান, অসমর্থন ৪৫%


জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বলছেন ৪৪ ভাগ আমেরিকান, অসমর্থন ৪৫%


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিএনএন’এর এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের অর্ধেক নাগরিকেরও কম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানি হিসেবে সমর্থন করে। মাত্র ৩৬ ভাগ আমেরিকান নাগরিক সিএনএন’এর এ জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ঘোষণাকে সমর্থন দেওয়ার কথা জানান। এরচেয়েও কম সংখ্যক আমেরিকান নাগরিক তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার বিষয়টিতে মত দিয়েছেন।

৪৪ ভাগ আমেরিকান বলছেন, ট্রাম্পের উচিত অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসা। ৪৫ ভাগ এ সিদ্ধান্ত সমর্থন করেননি। রিপাবলিকানদের মধ্যে ৭৯ ভাগ ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্ত মেনে নিলেও দুই তৃতীয়াংশ মনে করেন তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী জেরুজালেমে যেতে পারে। তবে বিপক্ষ দল ডেমোক্রেটদের ৭১ ভাগই ট্রাম্পের উভয় সিদ্ধান্তের বিরোধিতা করছেন।

23/12/ 2017/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি