শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকারের শেষ বছর মানেই শিক্ষক আন্দোলন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

গত কয়েকটি সরকারের মেয়াদের শেষ সময়ে নানা দাবিতে গড়ে উঠেছে শিক্ষকদের আন্দোলন। সরকারের মেয়াদ এক বছর বা কিছু সময় বাকি থাকতে এমপিওসহ নানা দাবিতে তারা রাজপথে সক্রিয় হন শিক্ষকরা।

শিক্ষক নেতারা একে কৌশল বলেছেন। একজন নেতা বলেন, সরকারের শেষ সময়ে দাবি আদায় সহজ। কারণ নির্বাচন আসন্ন থাকায় সরকারও এ বিষয়ে সহনীয় মনোভাব দেখায় সরকার।

ডিসেম্বরের শেষ প্রান্তে দুইটি শিক্ষক আন্দোলন হয়েছে। প্রথমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চেয়ে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড তিন ধাপ কম থাকাকে বৈষম্য দাবি করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করেছে শিক্ষকরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করার পর শুরু হয় এমপিওভুক্তর দাবিতে আন্দোলন।

যেসব স্কুলের শিক্ষকদেরকে সরকার আর্থিক সুবিধা দেয় না, সেসব স্কুলের শিক্ষকরা এই সুবিধার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। পাঁচদিন অবস্থান কর্মসূচিতে দাবি আদায়ে অগ্রগতি না হওয়ায় রবিবার থেকে অনশন শুরু করেছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষক ফোরকান মিয়ার সঙ্গে কথা হয় ঢাকাটাইমসের। তিনি বলেন, ‘আমরা সরকারের এমপিও’র ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

শিক্ষক নেতা গোলাম মাহমুদুন্নবী বলেন, আমরণ অনশন ছাড়া আর কোনো বিকল্প তাঁদের সামনে নেই। কারণ তারা মানবেতন জীবন চালাচ্ছেন। তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানের শিক্ষকরা নিজ নিজ এলাকায় অর্থাভাবে ব্যাপক অবহেলার শিকার হচ্ছেন। তাদের অবস্থা এমন যে কেউ টাকা ধারও দিতে চায় না।’

যারা এখানে দাবি জানাতে এসেছেন তাদের অনেকের জীবনের কাহিনি করুণ। এমনও আছেন যারা জানিয়েছেন ১৮ বছর ধরে শিক্ষকতা করে স্কুল থেকে বেতন না পাওয়ার কথা। টিউশনি করে বা ব্যবসা করে অথবা অন্য কোনো খাতের আয়ে চলে তাদের সংসার।

২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার পর আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সরকার। আর স্কুল, কলেজ, মাদ্রাসা মিলিয়ে এখন এমপিওভুক্তির বাইরে রয়ে গেছে পাঁচ হাজার ২৪২ টির মতো শিক্ষা প্রতিষ্ঠান। আর এমপিওর বাইরে রয়ে গেছে ৭৫ থেকে ৮০ হাজারের মতো শিক্ষক।

যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও সুবিধা পায়, সেখানে শিক্ষকদের মূল বেতনের একশ ভাগ দেয় সরকার। সঙ্গে দেয়া হয় অন্যান্য কিছু ভাতা। আর শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিছু টাকা পান তারা। কিন্তু এমপিওভুক্তি না হলে কেবল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অল্প কিছু টাকা পান তারা। আর গ্রাম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের আয় কম হওয়ায় এই টাকার পরিমাণও নিতান্তই কম।

এসব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দ চাওয়া হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় সে বরাদ্দ দিচ্ছে না। এবারও শিক্ষামন্ত্রী বলছেন, বরাদ্দ না পেলে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়।

তাহলে কেন সেখানে পাঠদানের অনুমতি দেয়া হয়েছে-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এমপিওভুক্ত করা হবে না-এমন শর্ত মেনেই এই অনুমতি দেয়া হয়েছিল আর শিক্ষকরাও তা মেনেই পড়ানো শুরু করেছেন।

এর আগেও বিএনপি সরকারের আমলে এবং আওয়ামী লীগের আগের আমলেও সরকারের শেষ সময়ে এমপিওর দাবিতে শিক্ষক আন্দোলন হয়েছে।

১৯৯৬, ২০০১ ও ২০০৬ সালে নির্বাচনের আগেভাগে শিক্ষকদের আন্দোলন করে দাবি আদায়ের নজির রয়েছে। ভোটের রাজনীতির কারণেই ওই সময়গুলোতে সরকার নমনীয় হয়েছিল।

সরকারের শেষ বছরে আন্দোলন কেন-এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক ফোরকান মিয়ার জবাব, ‘আন্দোলন তো দীর্ঘসময় ধরে করা যায় না। সরকারের মেয়াদের শেষে আন্দোলন করলে দাবি পূরণ সহজ হয়। এই কারণেই আমরা এখন রাজপথে।’

জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকাটাইমসকে বলেন, এমপিওভুক্ত করার জন্য তিনি নিজেও চেষ্টা করছেন। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দেনদরবার চলছে। অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে কমিটি হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষকদের চলমান আন্দোলন সম্পর্কে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে শিক্ষকেরা বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন। শিক্ষকদের পৃথক বেতনকাঠামো করাসহ অন্যান্য বিষয়ে শিক্ষানীতিতে স্পষ্ট কিছু নির্দেশনা রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও গত সাত বছরে শিক্ষানীতির সে বিষয়গুলো বাস্তবায়ন করা হয়নি।’

‘পৃথক বেতনকাঠামো করলেই সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, কিন্তু পদক্ষেপ তো নিতে হবে।’

আন্দোলনে মাদ্রাসা শিক্ষকরাও

এবার মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মুখলেছুর রহমান রবিবার এই কর্মসূচি ঘোষণা করেন। এই শিক্ষক নেতা বলেন, ‘প্রাইমারির শিক্ষকরা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাস নেন, আমরাও বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাস নেই। তারা যে নীতিমালায় নিয়োগকৃত, আমরাও সে নীতিমালায় নিয়োগকৃত। সবদিক থেকে প্রাইমারি শিক্ষকদের সঙ্গে মিল থাকলেও আমরা কেন তাদের মতো সুযোগ-সুবিধা পাব না। এটি আমাদের ন্যায্য দাবি। আমরা আশা করছি, সরকার আমাদের দাবি মেনে নেবে। অন্যথায় দাবি আদায়ে আমাদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে।’

পূর্বাশানিউজ/০২ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি