শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মন্ত্রিত্ব নিয়ে শঙ্কা, শিক্ষামন্ত্রী থাকছেন তো!


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিওভুক্ত হওয়ার দাবিতে শিক্ষকদের আমরণ অনশন ভাঙ্গাতে স্বয়ং গিয়েছিলেন তাদের মাঝে। অর্থমন্ত্রীর দেওয়া আশ্বাস দিয়ে শিক্ষকদের নীতিমালা প্রণয়নের কথা বলে অনশন ভাঙতে বললেও শিক্ষকরা তার কথায় কান দেননি।

এদিকে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। পুরোনোদের প্রমোশনের পাশাপাশি নতুনদেরও অর্ন্তভূক্ত করা হচ্ছে। এরমধ্যে চারজনকে ইতিমধ্যেই বঙ্গভবন থেকে ফোন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নতুন চারজনসহ আরো কয়েকজন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন এমন আভাস পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে টেকনোক্রেট কোঠায় মন্ত্রিপরিষদের সদস্য হতে যাচ্ছেন আইটি বিশেষজ্ঞ মেস্তফা জব্বার।

মঙ্গলবার সন্ধ্যায় নতুন মন্ত্রীদের শপথ পাঠ করার সময় নাহিদ কি থাকবেন নাকি তাকে বিদায় করে দেয়া হবে তাকে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাবেক ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করলে বা মন্ত্রিসভা থেকে বাদ পড়লে খুশি হতাম।

মন্ত্রী পরিষদে আরো কয়েকটি রদবদল হতে পারে। বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষামন্ত্রী সারাবছর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিজের ক্লিন ইমেজ ধরে রাখতে পারেননি। এমনকি বিদায়ী বছরের শেষ দিকে এসে সরকারের সব মন্ত্রীকে চোর বলেছেন। প্রশাসনের সবাইকে সহনীয় ঘুষ খাওয়ার পরামর্শ দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে পূর্ণমন্ত্রী করা হচ্ছে। রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী ও লক্ষীপুর- ৩ আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল মন্ত্রিত্ব পাচ্ছেন। জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সাংবাদিকদের বলেন, আমাকে সোমবার দুপুর দুইটা/আড়াইটার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল বলেন, আমাদের ডাকা হয়েছে। মঙ্গলবার সাড়ে ছয়টায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। শাহাজাহান কামাল দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। আর রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী চারবার এমপি নির্বাচিত হয়েছেন। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

পূর্বাশানিউজ/০২ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি