রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কোহলিদের কোচ হিসেবে মিতালিকে চান শাহরুখ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

অধিনায়ক হিসেবে তাকে সফলই বলা যায়। একটুর জন্য বিশ্বকাপটা ওঠেনি তার হাতে। তবে সমর্থকদের মন ঠিকই জয় করে নিয়েছেন মিতালি রাজ ও তার ভারতীয় নারী ক্রিকেট দল। সেই মিতালিকেই বিরাট কোহলি-হার্দিক পান্ডেদের কোচ হিসেবে দেখতে চান বলিউড বাদশাহ শাহরুখ খান।

ভারতীয় জনপ্রিয় একটি টেলিভিশনের এক অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করছেন শাহরুখ খান। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার মিতালি। অনুষ্ঠানে শাহরুখ নিজেই তার স্বপ্নের কথা জানান। ভারতীয় জাতীয় দলের ড্রেসিং রুমে বসে মিতালি কৌশল ঠিক করছেন, সবাইকে নির্দেশনা দিচ্ছেন, এমনটাই স্বপ্ন কিং খানের।

মঞ্চে দাঁড়িয়ে মিতালির প্রশংসার পাশাপাশি শাহরুখ বলেন, ‘আমি একদিন তোমাকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে দেখতে চাই। মিতালিও শাহরুখের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেন, আমি সব সময় নিজের সেরাটা দিতে চাই। সেখানেও সেটাই করব।

ক্রিকেট সম্পর্কে নিজের বিভিন্ন চিন্তাভাবনা সমর্থকদের জানান ৩৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার। তিনি বলেন, যখন আপনি মাঠে নামেন, যখন আপনার এবং আপনার গোটা দলের দিকে সাধারণ মানুষ একটা সাফল্যের জন্য তাকিয়ে থাকে, তখন সেটি কেবল খেলা থাকে না। সুতরাং, সর্বোচ্চ মনোযোগটা ধরে রাখা তখন আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।

ক্রিকেটের বাইরে এক কথায় বইয়ের পোকা বলা যায় মিতালিকে। গেল নারী বিশ্বকাপের সময় মাঠের পাশে বই পড়ার সময় মিতালির একটি ছবি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে বিষয়ে শাহরুখের প্রশ্নের উত্তরে মিতালি বলেন, ‘প্রত্যাশার চাপ থেকে নিজেকে নির্ভার করতেই ম্যাচের সময় বা আগে আমি বই পড়ি। এটি চাপ কাটানোসহ ভালোমতো পারফর্ম করতে বেশ কাজে দেয়। মনোযোগ বাড়াতে সাহায্য করে।’

এক বিশ্বকাপে এক হাজারের বেশি রান করে বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটার হিসেবে কোনো অংশেই বিরাটদের থেকে কম নন তিনি। তাকে নিয়ে শাহরুখ কোচের স্বপ্ন দেখতেই পারেন।

পূর্বাশানিউজ/০৩ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি