শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঢাবির প্রশ্নপত্র ফাঁসে জড়িত আরো ২৫ জনকে খুঁজছে সিআইডি


ঢাবির প্রশ্নপত্র ফাঁসে জড়িত আরো ২৫ জনকে খুঁজছে সিআইডি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার হওয়া চার আসামী জামিনে বেরিয়ে এসেছেন। গ্রেফতারের পর আদালতে এই চারজনই নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একজন পদস্থ কর্মকর্তা বলেন, প্রশ্নপত্র ফাঁস চক্রের সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আরো ২৫ শিক্ষার্থীর নাম তারা তদন্তে পেয়েছেন। এর আগে গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ ছাত্রসহ ২১ জন কারাগারে আছেন। কয়েকজন নিজেদের শিশু বলে আদালতে দাবি করেছেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার ২৫ আসামীই আদালতে নিজেদের জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা অনেকের নাম বলেছেন। তাদের সবাইকে গ্রেফতার করা হবে।

গত ১৯ অক্টোবর রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে। পরদিন সিআইডির পরিদর্শক মোহাম্মদ আশরাফুজ্জামান বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে তাদের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিল, বিকেএসপির সহকারী পরিচালক (বরখাস্ত) অলিপ বিশ্বাস, অলিপের ভাই উৎপল ও জেনিথ এ ঘটনার সঙ্গে জড়িত। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ করেন। এই ডিভাইস নিয়ে হলে ঢুকে পরীক্ষার্থীরা তাদের কাছে প্রশ্নপত্র পাঠান। চক্রের অন্য সদস্যরা দ্রুত উত্তরপত্র তৈরি করে আবার সেসব পরীক্ষার্থীর কাছে সরবরাহ করেন।

এ মামলায় গ্রেফতার ২৫ আসামীর সবাই প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অবশ্য কয়েকজন ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানা গেছে।

পূর্বাশানিউজ/০৩ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি