শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া কারাগারে থাকলেও দল চলবে তার নেতৃত্বেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দুর্নীতি মামলার কার্যক্রম দ্রুত চলতে থাকায় নির্বাচনের আগেই বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা হতে পারে এমন আশঙ্কা করছে বিএনপি। আইনি ও রাজনৈতিকভাবে এর মোকাবেলা করার প্রস্তুতিও নিচ্ছে দলটি। কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপি প্রধান কারাগারে থাকলেও দল চলবে তার নেতৃত্বেই।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিয়মিতই আদালতে হাজির হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মামলার কার্যক্রম দ্রুত গতিতে দল প্রধানের সাজার আশঙ্কা করছে বিএনপি। আর এ প্রশ্নে আইনের পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে দলটি।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার মামলায় আইনি যে প্রক্রিয়া আছে তা চলবে। তবে রাজনীতির মাধ্যমে বিএনপি একটি ফলপ্রসু আন্দোলন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপির নেতৃত্ব বেগম খালেদা জিয়াই দেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যদি খালেদা জিয়াকে কারাগারে পাঠান তাহলে নেত্রীর জনপ্রিয়তা আরো বাড়বে। এমন কি তিনি জেলের ভেতর থেকেই দলকে পরিচালনা করতে পারবেন। কোন কারণে তিনি যদি দলের দায়িত্ব পালন করতে না পারেন তাহলে সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। অতীতেও এ ধরণের সমস্যা মোকাবেলা করা হয়েছে বলেন তিনি।

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হলে দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যাবে এবং আগামী নির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে বলেও মত বিএনপির জ্যেষ্ঠ নেতাদের।

পূর্বাশানিউজ/০৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি