বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রীর দু:খ প্রকাশ করা উচিত: খন্দকার মোশাররফ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু:খ প্রকাশ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনের ওপর বর্বরোচিত পুলিশি হামলার বিচারের দাবি’ শীর্ষক এগ্রিকালচারিষ্টস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

৫ জানুয়ারি জনগণ ভোট দিয়েছে বলেই আমরা চার বছর পূর্ণ করতে পারলাম- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা অকপটে অসত্য কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। এটা অত্যান্ত দু:খজনক। উনা’র বলা উচিত ছিল, ৫ জানুয়ারি জনগণ ভোট দেয়নি। আমি গায়ের জোরে ক্ষমতায় আছি। এজন্য জনগণের কাছে দু:খ প্রকাশ করছি। অথচ উনি বললেন, জনগণ ভোট দিয়েছে। ১৫৩ টি আসনে কোন জনগণ ভোট দিয়েছে?- প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন তিনি।

সভায় মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার দেশকে একটি কঠিন অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে। নির্বাহী বিভাগকে দলীয়করণ করে ধ্বংস করেছে, অনির্বাচিত সংসদ করে আইনবিভাগকে ধ্বংস করেছে এবং প্রধান বিচারপতির সাথে সরকার যে আচারণ করেছে, তার মাধ্যমে বিচার বিভাগকেও ধ্বংস করেছে। তাই আজকে বাংলাদেশ অনিশ্চয়তা ও অন্ধাকারের দিকে যাচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে সংকটে দিকে ঢেলে দিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল না হলে ৫ জানুয়ারির একটি ভোটারবিহীন নির্বাচনের নাটক হতো না। যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল না হতো তাহলে আগামী নির্বাচন নিয়ে এতো উৎকন্ঠা, কথা ও উদ্বেগ হতো না। এগুলো কে সৃষ্টি করেছেন, শেখ হাসিনা। কেনো করেছেন, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। সুতরাং আজকে অলিখিত বাকশাল সৃষ্টি করে শেখ হাসিনা ক্ষমতাকে দীর্ঘ করতে চান বলেও মন্তব্য করেন মোশাররফ হোসেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নাটক এ বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। এদেশের জনগণ করতে দেবে না। বারবার জনগণকে প্রতারণা করা যাবে না। একবার প্রতারণা করেছেন, আরেকবার করা যাবে না। বারবার আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সাথে প্রতারণা করা যাবে না- বলেন তিন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনার অধিনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, ওই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধিনে। কিন্তু এটা সরকার সহজে দেবে না। এজন্য আমাদেরকে অবশ্যই আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। এদেশের মানুষ প্রস্তুত আছে তাদের ভোটাধিকারের জন্য রাস্তায় নামতে। আমরা জনগণের পাশে থাকবো। নিরপেক্ষ সরকার আদায় করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয়তাবাদী শক্তি সেখানে অংশগ্রহণ করবেন।

সরকারেক উদ্দেশ্য করে মোশাররফ হোসেন আরো বলেন, খালেদা জিয়াকে সাজা দেওয়ার ভয় দেখাচাছেন। আমাদের গুলি করবেন? এগুলো কোনটাতেই কাজ হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করছে। সুতরাং আমি মনে করি, তুহিনের ওপর আক্রমণ বাংলাদেশের জনগণ, গণতন্ত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর আক্রমণ। কেনো এই আক্রমণ? কারণ বর্তমান সরকার জাতীয়তাবাদী শক্তিকে ভয় পায়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা’র সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্যে রাখেন।

পূর্বাশানিউজ/০৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি