শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আটক ইরানিদের মুক্তির দাবি ট্রাম্পের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট:

ইরানে সরকার বিরোধী যে সব বিক্ষোভকারীদের আটক করা হয়েছে তাদের মুক্তির দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সহস্রাধিক ব্যক্তিকে আটকের ঘটনায় ট্রাম্প প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। আটক ব্যক্তিদের মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স বলেন, ইরানের একনায়কতন্ত্র দেশটির নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করছে এবং এজন্যে দেশটির শাসকরা দায়ী থাকবেন।

ইরানে সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ২২ জন মারা গেছে। তবে এ নিয়ে মার্কিন উদ্বেগকে ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলে মনে করছেন দেশটির সরকার। ইরানের একজন সাংসদ মাহমুদ সাদেঘি জানিয়েছেন এপর্যন্ত বিক্ষোভ থেকে ৩ হাজার ৭’শ জনকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পর সৌদি আরব ইরানে এধরনের সরকার বিরোধী বিক্ষোভকে সমর্থন জানায়।

পূর্বাশানিউজ/১১ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি