শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিউইয়র্ক হামলায় আকায়েদ উল্লাহ অভিযুক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট:

নিউইয়র্কে বাস টার্মিনালে হামলার ঘটনায় বাংলাদেশি তরুণ আকায়েদ উল্লাহকে অভিযুক্ত করেছে মার্কিন আদালত।

এছাড়া, বিদেশি জঙ্গি সংগঠনে মদদ দেয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এর আগে, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নিউইয়র্কের এক বিচারক। মার্কিন গণমাধ্যম বলছে, অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গত ১১ই ডিসেম্বর সকালে, যুক্তরাষ্ট্রে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের পর ২৭ বছর বয়সী আকায়েদ উল্লাহকে আহত অবস্থায় গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ।

ওই হামলায় আরও ৩ জন আহত হন। চট্টগ্রামের বাসিন্দা আকায়েদ ৭ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ব্রুকলিনে থাকতেন তিনি। গত সেপ্টেম্বরে তিনি সবশেষ দেশে আসেন।

আকায়েদ আইসিসের অনুসারী তা বক্তব্যে স্বীকার করেছে বলেও জানিয়েছিল সংবাদমাধ্যগুলো। সে জানিয়েছে, দেয়ালে ক্রিসমাসের পোস্টার দেখে তার আইসিসের আহবানের কথা মনে পড়ে যায় এবং নিজেই বোমাটির বিস্ফোরণ ঘটায়। আল-কায়েদা নয়, আইসিসই তার অনুপ্রেরণা এমন কথাও বলেছে আকায়েদ।

পূর্বাশানিউজ/১১ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি