শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আরব দেশসমূহের কাছে ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনায় কাতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৮


ডেস্ক রিপোর্ট:

কাতারের বিরুদ্ধে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আনায় সৌদি নেতৃত্বাধীন প্রধান আরব দেশসমূহের কাছে ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছে দোহা। গত বছর জুন মাসে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনে আরব দেশগুলো।

এ ব্যাপারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলোয়া আল-খাতের এক সংবাদ সম্মেলনে জানান, সকল ধরণের আইনি বৈধতা থাকা সত্ত্বেও কোন ধরণে বাণিজ্যের সুযোগ পাচ্ছে না। তিনি বলেন, এটি রীতিমত অর্থনৈতিক যুদ্ধ।

সন্ত্রাসবাদের সাথে যোগসাজশের অভিযোগে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, মিশর দেশটির ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আনে। অন্যদিকে, কাতার বারবার তার ওপর আনা অভিযোগ অস্বীকার করে আসছে। সেইসাথে সংকট নিরসনে সংলাপের আহবানও করেছে বেশ কয়েকবার।

পূর্বাশানিউজ/১১ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি