শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঘন কুয়াশায় শাহজালালে বিমান উঠা-নামা বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট:

ঘন কুয়াশার কারণে আজ শনিবার (১৩ জানুয়ারি) ভোর রাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন শাখার কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মিত ফ্লাইট শিডিউল।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা ১টার আগে ফ্লাইট চলাচল শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে কুয়াশা কাটলে দুপুরের পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জাকির হোসেন বলেন, ভোর রাত ৪টা থেকে কোনো ফ্লাইট অবতরণ করেনি। এর মধ্যে কয়েকটি ফ্লাইট সিলেট ও ভারতের কলকাতায় জরুরি অবতরণ করে। ঘন কুয়াশার কারণে বেশির ভাগ বহির্গামী ফ্লাইট রিসিডিউল করা হয়েছে।

পূর্বাশানিউজ/১৩ জানুয়ারী ২০১৮/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি