শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার প্রভাসের নায়িকা হচ্ছেন দীপিকা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট:

বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। তার ‘পদ্মাবত’ সিনেমার মুক্তি নিয়ে চলছে নানা ধরনের হুমকি-ধামকি। এরই মধ্যে নতুন সিনেমায় বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটিবদ্ধ হতে যাচ্ছেন এ অভিনেত্রী।

বলিউডে প্রভাসের অভিষেক সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে সাহো ছবির শ্যুটিংয়ের পর। আর সেই ছবিতেই অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে এ অভিনেত্রীকে। এই বিষয়ে এখনো আলোচনা চলমান। তবে কোনো কারণে দীপিকা যদি এতে অভিনয় না করেন বিকল্প হিসেবে নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ।

এদিকে ইরফান খানের সঙ্গে স্বপ্না দিদি বায়োপিকে দেখা যাবে দীপিকাকে। সিনেমাটি পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ।

অন্যদিকে বর্তমানেসাহো সিনেমার শুটিং করছেন প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। চলতি বছরেই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

পূর্বাশানিউজ/১৮ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি