সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কোন্দল মিটিয়ে আগেভাগেই প্রার্থী চূড়ান্ত করতে চায় আ.লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলের তৃণমূলের মতামতকে প্রাধান্য দেয়া ছাড়াও নানা জরিপের মাধ্যমে খোঁজা হচ্ছে সৎ ও জনবান্ধব প্রার্থী। এছাড়া আগেভাগেই প্রার্থী চূড়ান্ত করার চিন্তা করছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় কোন্দল মিটিয়ে সংসদ নির্বাচনে সুফল ঘরে আনতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একেকটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীতা জানান দিচ্ছেন কেউ কেউ। অনেক ক্ষেত্রে নিজ দলের নেতাদের বিরুদ্ধেও চলছে বিষোদাগার। তবে একে কোন্দল বলতে নারাজ দলের নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, এক একটি এলাকায় খুবই যোগ্য প্রার্থী রয়েছেন। নির্বাচন আসলে তাদের মধ্যে একটি প্রতিযোগীতা তৈরি হবে। এই বিষয়টিকে কোন্দল বলা যাবে না।

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য রাশেদুল আলম বলেছেন, দলের ভেতরে যারা এগিয়ে যাবে তাদের মধ্য থেকে প্রতীক দেওয়া হবে। যার কাজে এগিয়ে যাচ্ছে তারা নিশ্চয় দলের নিয়ম অনুযায়ী এগোচ্ছে। যারা সম্পৃক্ত নেই তারা মনোনয়ন পাবার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। দলের সাথে সাথে নেত্রীর কাছেও তারা আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন গন্য হবে।

এ বছর ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্বাশানিউজ/১৮ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি