সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » না.গঞ্জের সংঘর্ষে অস্ত্র প্রদর্শনকারীদের ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


না.গঞ্জের সংঘর্ষে অস্ত্র প্রদর্শনকারীদের ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভি সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শনকারীদের শনাক্ত করার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ‘কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের সংঘর্ষে যারা অস্ত্র দেখিয়েছে, তারা নিজ হাতে আইন তুলে নিয়েছে। আমরা বিষয়টি দেখছি। কেউ আইনের ঊর্দ্ধে নয়, কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসময় অস্ত্র প্রদর্শনকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি