শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিজেপি শাসিত ৪ রাজ্যে নিষিদ্ধ ‘পদ্মাবত’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট:

সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছেনা। কিছুদিন আগে এই ছবির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘পদ্মাবত’। এরপর স্পেশাল কমিটি ও সেন্সর বোর্ডের সুপারিশ মেনে ‘পদ্মাবতে’ কাচিঁ চালাতে দ্বিধা করেননা ছবির প্রযোজকরা।

তারপরেও ছবি মুক্তিকে কেন্দ্র করে বিতর্ক যেন থামতে চাইছে না। ইতোমধ্যে বিজেপি শাসিত ৪টি রাজ্য রাজস্থান, গুজরাত, মধ্য প্রদেশ ও হরিয়ানাতে ছবি মুক্তি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে- ছবিটি মুক্তি পেলে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে এই আশংকায় এমন সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ছবির নির্মাতারা।

ছবির নির্মাতাদের মূল বক্তব্য, সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়ার পর কেন ছবিকে নিষিদ্ধ করা হল? সেন্সর বোর্ডের সুপারিশ মতো ছবির নাম পরিবর্তন করা হল। এছাড়া আরও পাঁচটি পরিবর্তন করা হয়। শীর্ষ আদালত পিটিশনটি গ্রহণ করেছে। জানিয়েছে খুব তাড়াতাড়ি মামলায় শুনানি হবে।

বিতর্কে ইতি টানতে সেন্সর বোর্ডে ইতিহাসবিদ ও রাজস্থানের রাজপরিবারের সদস্যদের জন্য স্পেশাল প্যানেল বসিয়ে তাদেরকে ছবিটি দেখান হয়। এরপর তাদের পরামর্শ মত ছবিতে কিছু পরিবর্তন করা হয়। তখনই ছবির নাম পাল্টে ‘পদ্মাবত’ করা হয়। এদিকে ২৫ জানুয়ারি অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডমেন’ ছবিটি মু্ক্তি পাবে। ফলে ওই দিন বক্স অফিসে দুটো ছবি একসঙ্গে মুক্তি পাবে।

পূর্বাশানিউজ/১৮ জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি