বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পেঁয়াজের রপ্তানি মূল্য কমালো ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে মূল্য ৮৫২ মার্কিন ডলার থেকে দেড়শ মার্কিন ডলার কমিয়ে প্রতি মেট্রিক টন ৭০২ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত।

ভারতের বানিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি নির্দেশনা সীমান্তের ওপারে ভারতীয় ব্যবসায়ীদের কাছে এসে পৌছেছে বলে জানিয়েছেন, হিলি স্থলবন্দরের আমদানি কারক গ্রুপের সভাপতি, পেঁয়াজ আমদানী কারক হারুন উর রশিদ হারুন।

তিনি জানান, এতদিন প্রতি মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে ৮৫২ মার্কিন ডলারে আমদানি করা হলেও এখন থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৭০২ মার্কিন ডলারে আমদানি করতে হবে।

ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য কমিয়ে দেওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ গত ২৩ নভেম্বর পেঁয়াজের রপ্তানি মূল্য ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করেছিলো ভারত।

পূর্বাশানিউজ/২১জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি