সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » বিএনপি আইন মানে না তাই তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়: ওবায়দুল কাদের


বিএনপি আইন মানে না তাই তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়: ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা আদালতের বিচার মানে না তাদের হাতে গণতন্ত্র ও বিচার ব্যবস্থা নিরাপদ নয়।

তিনি আরও বলেন,  বিএনপি আদালতের বিরুদ্ধে হুমকি দিতে পারে, আইন মানে না তাই তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তাদের হাতে আইনের শাসনও নিরাপদ নয়।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে সাভারের হেমায়েতপুরে ‘সিঙ্গাইর-মানিকগঞ্জ-হেমায়েতপুর’ আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করে একথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে আদালতকে হুমকি দিচ্ছে বিএনপি। রায় নিজেদের পক্ষে নিতে আদালতকে প্রভাবিত করছে। তারা প্রমাণ করছে- তাদের হাতে বিচার ব্যবস্থা নিরাপদ নয়।

উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে যদি সাজা দেওয়া হয় তাহলে রাজনীতির প্রাঙ্গন উত্তপ্ত হবে এবং আইনি লড়াই হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি