বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » এই সরকার বেগম জিয়াকে ভয় পায় বলেই তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়।


এই সরকার বেগম জিয়াকে ভয় পায় বলেই তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

নজিরবিহীন দ্রুততার সাথে মামলার নিষ্পত্তির প্রচেষ্টা প্রমাণ করে, এই সরকার বেগম জিয়াকে ভয় পায় বলেই তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। সরকারের এই অপচেষ্টার তীব্র নিন্দা জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলে। এ সময় তিনি আরো বলেন, যেভাবে পুলিশ রাজ্য আদালত প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকা ঘিরে রাখে তাতে করে মনে হয় কোনো সামরিক আদালতে এই বিচার কাজ চলছে। এই বিচার কার্য সর্বাধিক জনপ্রিয় নেতা, যিনি বার বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ৩ বার প্রধানমন্ত্রী ও ২ বার বিরোধী দলের নেতা তিনি। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার বিরোধী লড়াই করে জনগণকে মুক্ত করেছেন। দীর্ঘ ১২ মাস কারাবরণ করেছেন, তার জঙ্গে এই ধরনের অমানবিক ও অবমাননাকর আচরণ গণতন্ত্রে শুধুই সামরিক আচরণের কথাই মনে করিয়ে দেয়।

পূর্বাশানিউজ/২৫জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি