মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাপার ওপর ছয় বছর নির্যাতন চালানো হয়েছে: এরশাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

‘আগামীতে ক্ষমতায় আসলে দুঃশাসন নয়, সুশাসন প্রতিষ্ঠা করব। জাতীয় পার্টির ওপর ছয় বছর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। তবুও জনগণের আস্থা ও ভালোবাসায় জাতীয় পার্টি টিকে আছে। ক্ষমতায় আসলে চালের দাম কমবে। আমাকে ভোট দিলে অবস্থার পরিবর্তন হবে। বর্তমানে সরকারি চাকরিতে অনেক টাকা লাগে। যুবসমাজ আজ অন্ধকারে রয়েছে, টাকা ছাড়া কোন চাকরি নেই।’

শনিবার বেলা ১১টায়  দিনাজপুরের চিরিরবন্দর রাণীরবন্দরে চিরিরবন্দর-খানসামায় জাতীয় পার্টির আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘উত্তরবঙ্গে কোনো কল-কারখানা নেই। উত্তরবঙ্গে সরকারের কোনো সু-দৃষ্টি নেই। এখানকার মানুষ উন্নয়নে আজ অবহেলিত।’

চিরিরবন্দর উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা সেকেন্দার আলীর সভাপতিত্বে এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, চিরিরবন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক নুরুল আমিন সরকার, যুগ্ম সম্পাদক ডা. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম, জেলা শাখার জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক আছিউর রহমান, খানসামা উপজেলার জাতীয় পার্টির আহব্বায়ক মোনাজাত চৌধুরী মিলন, সদস্য সচিব আলীম হাওলাদার, সদস্য জাঙ্গাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/০৩ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি