শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘‌পদ্মাবত’র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কর্ণী সেনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:
গত বছর সিনেমার শুটিং থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘‌পদ্মাবত’ যাতে মুক্তি না পায়, সেজন্য ভষারতজুড়ে হিংসার আশ্রয়ও নিয়েছিল রাজপুত কর্ণী সেনা। নানা ঝামেলার পর গত ২৫ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। আর কর্ণী সেনার কয়েকজন সদস্য সিনেমাটি দেখার পরই এর উপর থেকে বিরোধিতা তুলে নেওয়ার কথা ঘোষণা করল‌ রাজপুত কর্ণী সেনা।

সঞ্জয় লীলা বনসালিকে স্বস্তি দিয়ে শুক্রবার রাজপুত কর্ণী সেনার মুম্বইয়ের অন্যতম শীর্ষ নেতা যোগিন্দর সিং কাটার জানিয়ে দেন, ‘‌পদ্মাবত’–এর উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কর্ণী সেনা। সিনেমায় রাজপুতদের গৌরবান্বিত করা হয়েছে। ইতিহাসকে কোনওভাবেই বিকৃত করা হয়নি। আর তাই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, নির্দেশ অনুযায়ী তাঁদের কয়েকজন সদস্য মুম্বইয়ে সিনেমাটি দেখেন। তারপর তাঁরা জানান সিনেমায় কোনও ভাবেই রাজপুতদের ছোট করা হয়নি। বরং তাঁদের বীরের মর্যাদা দেওয়া হয়েছে। প্রত্যেক রাজপুত সিনেমাটি দেখে গর্বিত হবেন।

এমনকি সিনেমায় রাণী পদ্মিনী এবং দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির মধ্যে কোনওরকম আপত্তিকর দৃশ্যও নেই, যা কিনা রাজপুতদের ভাবাবেগে আঘাত করতে পারে। আর এরপরই পদ্মাবতের উপর থেকে সমস্তরকম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে যোগিন্দর আরও জানিয়েছেন, বিক্ষোভের জেরে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ–সহ যেখানে যেখানে ‘‌পদ্মাবত’ মুক্তি পায়নি, সেখানে সিনেমাটি যাতে মুক্তি পায় তার জন্য প্রশাসনকে সাহায্য করবে খোদ কর্ণী সেনা। এর আগে শুটিংয়ের সময় থেকেই কর্ণী সেনার তাণ্ডব চলছিল৷ এমনকী কর্ণী সেনার সঙ্গে তাল মেলায় একাধিক রাজপুতানা সংগঠন, ব্রাহ্মণ মহাসভা৷ শাসক দলের হুমকিও আসে৷ নায়িকা দীপিকা পাডুকোনের নাক কাটার ফতোয়া জারি হয়৷ সঞ্জয়-দীপিকার মাথা কাটার কথাও বলা হয়৷ দীপিকার মাথার দাম ১০ কোটি টাকা ধার্য হল৷ নাহারগড় ফোর্টে মৃতদেহের পাশে পদ্মাবতীর বিরুদ্ধে বার্তা লিখে বিতর্ক ছড়ানোরও চেষ্টা হয়েছে৷

শেষে সুপ্রিম কোর্ট সিবিএফসি-র উপর দায়িত্ব দেয়৷ সংসদীয় কমিটির কাছে জবাব দেন পরিচালকও৷ শেষে ছবির নাম পালটে ‘পদ্মাবত’ করার শর্তে শংসাপত্র দেয় সিবিএফসি৷ তা সত্ত্বেও চলে হিংসা। পুড়িয়ে দেওয়া হয় গাড়ি। এমনকি হামলা চলে স্কুল পড়ুয়াদের গাড়িতেও। সিনেমা মুক্তির পরও এই অচলাবস্থা জারি ছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বেশ কিছু রাজ্যে মুক্তি পায়নি সিনেমাটি। পরিচালক বারবার বলা সত্ত্বেও সিনেমাটি দেখতে চায়নি কর্ণী সেনা। তবে অবশেষে উঠল নিষেধাজ্ঞা। যদিও সিনেমাটি আংশিক মুক্তি পেয়েও ইতিমধ্যে দুরন্ত ব্যবসা করে ফেলেছে।

পূর্বাশানিউজ/০৩ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি