সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্থায়ী কমিটিকে আবার ডাকলেন খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

নির্বাহী কমিটির সঙ্গে আলোচনার পরদিন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সদস্যদের আবারও ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের চার দিন আগে রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৫ জানুয়ারি রায়ের তারিখ ঘোষণার দুই দিন পর স্থায়ী কমিটর সঙ্গে এক দফায় বৈঠক করেন খালেদা জিয়া। পরদিন তিনি বৈঠক করেন ২০ দলের শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে।

আর ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন।

এসব প্রতিটি আলোচনাতেই জিয়া অপফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সম্ভাব্য রায় নিয়ে কথা হয়েছে। বিএনপির আশঙ্কা, সরকার আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে সাজা দিয়ে তার বদনাম করতে চায়।

রায় বিএনপির বিরুদ্ধে গেলে দলের কর্মসূচি কী হবে, এসব নিয়েই আলোচনা হয়েছে প্রতিটি বৈঠকে। তবে চূড়ান্ত সিদ্ধান্তার কথা জানায়নি বিএনপি।

আজ রবিবারের বৈঠকে বিএনপির কৌশল বা কর্মপন্থা ঠিক হতে পারে বলে জানিয়েছেন নেতারা।

২০০৮ সালের ৩ জুলাই বিদেশ থেকে এতিমখানার নামে আসা দুই কোটি ১০ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে দুদক। প্রায় ১০ বছর পর মামলাটির শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করেছেন পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।

পূর্বাশানিউজ/০৪ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি