রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার


প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে কটূক্তির অভিযোগে ঠাকুরগাঁওয়ে রেজওয়ানুল হক রেজু (২৫) নামে যুবককে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত রেজু ঠাকুরগাঁও পৌর এলাকার গোবিন্দনগর গ্রামের সলিম উদ্দীনের ছেলে এবং জেলা ছাত্রদলের একজন কর্মী।

পুলিশ জানায় রেজওয়ানুল হক রেজু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করেছেন দাবি করে তার বিচার করবে কে বলে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেন।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ শুক্রবার রাতে তাকে আটক করে। শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল তথ্যপ্রযুক্তি আইনে মামলা করার জন্য পুলিশের হেডকোয়ার্টারে অনুমতি চাওয়া হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, পুলিশ সদরদপ্তরের অনুমতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হবে।

পূর্বাশানিউজ/১১ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি