শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে রিট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

একের পর এক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)-এর যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী জনস্বার্থে এই রিটটি করেন।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ফাঁস হতে থাকে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ছাত্র-শিক্ষকসহ অনেককে গ্রেফতারও করা হয়েছে।

এছাড়া প্রশ্ন ফাঁসের ঘটনায় তীব্র সমালোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগেরও দাবি উঠে।

পূর্বাশানিউজ/১৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি