শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘তারা সব চায় কিন্তু নির্বাচন চায় না :


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শরীক লিবা‌রেল ডে‌মো‌ক্রে‌টিক পা‌র্টির সভাপ‌তি কর্নেল (অব.) অলি আহমদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। অন্যান্যের মধ্যে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘তৎকালীন সেনা সমর্থিত সরকারের সময় অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমান সরকারের অনেক নেতার বিরুদ্ধেও মামলা হয়েছিল, কিন্তু রাজনৈতিক বিবেচনায় তাদের মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। আর খালেদ জিয়া ও তারেক রহমানের বিরু‌দ্ধে মামলাগুলো চালু রেখে হয়রানি করা হচ্ছে।’

আওয়ামী লীগ মৃত্যুকে ভয় না পেলেও নির্বাচনকে ভয় পায় বলেও এ সময় মন্তব্য করেন ২০ দলীয় জোটের অন্যতম এই নেতা। তিনি বলেন, ‘তারা সব চায় কিন্তু নির্বাচন চায় না। তারা সব চায় কিন্তু গণতন্ত্র চায় না।’

অলি আহমদ আরও বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের বিরু‌দ্ধে আনীত মামলায় কোনো সম্পৃক্ততা নেই। খা‌লেদা জিয়া‌কে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ নামের বিএনপিপন্থি একটি সংগঠন এই বৈঠকের আয়োজন করে। সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসর মুহাম্মদ রহমাতুল্লা, মঞ্জুর হোসেন ঈসা, শহিদুর রহমান তামান্না প্রমুখ।

পূর্বাশানিউজ/ ২৬ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি