শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘খাবার খেতেও মনে হয় আ.লীগের কার্ড লাগবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সামনের দিনে খাবার খেতে হলেও মনে হয় আওয়ামী লীগের কার্ড লাগবে। কারণ বিরোধীদলকে কোথাও সভা সমাবেশ করার সুযোগ দেয় না। আমরা যেখানে কর্মসূচি পালনের অনুমতি চাই সেখানে বাধা দেয়।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি প্রধান খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে ‘জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চ’ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, ‘প্রেসক্লাব, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনসহ যেখানে সভা করতে চাই সেখানেই সভা করতে দেয়া হয় না। আগে মুক্তাঙ্গন ছিলো সেটা বন্ধ করে দেয়া হলো। পার্টি অফিসের সামনে ছিল সেটাও বন্ধ করে দেয়া হলো। অথচ এই প্রেসক্লাব জিয়াউর রহমান তৈরি করেছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন তিনি সংস্কার করেছেন।’

বিএনপি নেতাকর্মীদের নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘একটা কথা মনে রাখবেন যদি কাউকে গলা পানিতে নামাতে হয় তাহলে আপনাকেও হাঁটু পানিতে নামতে হবে। তাই বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে হামলা মামলা দেয়া বন্ধ করেন। আগেও বলেছি, এখনও বলছি আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমরা কার কাছে খালেদা জিয়ার মুক্তি চাইবো? যারা দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে পদত্যাগ করতে বাধ্য করে। আমরা তাই কারো কাছে বিচার চাই না। আমরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে আনবো।’

‘বিএনপি নেতাকর্মীদের দিয়ে জেলখানা ভরে রেখেছে সরকার। আদালত, জেলখানার আশপাশে বিএনপি নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা দিনের পর দিন অপেক্ষা করছে। তাদের বাড়ি ঘর পাহারা দেয়ারও লোক নেই। এটা কেমন গণতন্ত্র যে রাস্তায় নামার আগেই বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।’

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সাবেক এমপি ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস অধ্যাপক আমিনুল ইসলাম, নিপুন রায় চৌধুরী প্রমুখ।

পূর্বাশানিউজ/ ০১ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি