শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » প্রধানমন্ত্রী পার্লামেন্টে আপত্তিকর কথা বলেছেন : মির্জা ফখরুল


প্রধানমন্ত্রী পার্লামেন্টে আপত্তিকর কথা বলেছেন : মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী ও অাওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ও বেগম খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বলার অাগে নিজের চেহারা অায়নায় দেখাতে হবে, জনগণ কী বলছে তা শুনতে হবে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চ’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী পার্লামেন্টে আপত্তিকর কথা বলেছেন। বাংলাদেশের বৃহত্তর দলটিকে তিনি বিএনপি দূর্নীতি পরায়ণ বলেছেন। অথচ এই দলটি দেশে গণতান্ত্রীক ব্যবস্থা ফিরিয়ে এনে তিনবার দেশ পরিচালনা করেছে, বেগম জিয়া তিনবার এদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার জনগনকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। তারা অন্যায়ভাবে অনৈতিকভাবে ক্ষমতায় টিকে আছে। ক্ষমতায় থাকার নৈতিক অধিকার সরকারের নেই।

ফখরুল অারও বলেন, গোটা প্রশাসনে তারা তাদের লোক নিয়োগ করে রেখেছে। যারা কোন রকম রাজনীতি করে না তারা চাকরি পাচ্ছে না। অাওয়ামী লীগ এমন দলীয়করণ করেছে যে, সামনে থেকে অাওয়ামী লীগের কার্ডছাড়া কোথাও ভাতও খাওয়া যাবে না।

পূর্বাশানিউজ/ ০১ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি