শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে নারী সমাবেশ


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে নারী সমাবেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে বৃহস্পতিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসে এবারের প্রতিপাদ্য ‘সময় এখন নারীর, উন্নয়নে তারা’। বুধবার দিবাগত রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোম জ্বেলে নারী সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংগঠন ‘আমরাই পারি’।

জার্মান রাজনীতিবিদ ক্লারা জেটকিনের ডাকে, ১৯১১ সালের ৮ মার্চ সম-অধিকারের দাবিতে প্রথম পালিত হয় নারী দিবস। এরও প্রায় ৫৪ বছর আগে মজুরি বৈষম্যের প্রতিবাদে নিউ ইয়র্কের পথে নেমে আসেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। এরপর পেরিয়েছে প্রায় ১৬১ বছর কাটেনি বৈষম্য।

২০১৭-এর ডিসেম্বরেই বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনা দেড়শ। দিন গড়ে নির্যাতনের শিকার হচ্ছেন ৮ নারী। প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ও দৃশ্যমান অবস্থান চাইছের নারী নেত্রীরা।

নারীর প্রতি সহিংসতা বাড়ার কারণ হিসেবে বিচারহীনতার সংস্কৃতিকে সামনে আনছেন আয়োজকেরা। পারিবারিক নির্যাতন, মজুরি বৈষম্য ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাকও তাদের।

নারী দিবসের প্রথম প্রহরে মোমের আলোয় কেটেছে রাতের আঁধার। তবে মনের আঁধার দূর করতে সামাজিক প্রথা ও আচরণের মৌলিক পরিবর্তন চান সংগঠকেরা।

পূর্বাশানিউজ/ ০৮ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি