শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সবাইকে কাঁদিয়ে কফিনে করে ফিরলেন তারা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ঘড়ির কাঁটা ঠিক চারটা। ঢাকার শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর কারপার্কিং এলাকায় অনেক মানুষের ভিড়। সবার দৃষ্টি আকাশপানে। নেপাল থেকে কখন আসবে সেই বিমান, যেটিতে করে আসবে ২৩ বাংলাদেশির প্রাণহীন দেহ। ঘড়ির কাঁটা যখন চারটা ঠিক তখনেই বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি এয়ারক্রাফট (কার্গো), যেটিতে কফিনবন্দী হয়ে শুয়ে এসেছেন আগুনে পুড়ে কঙ্কালসার ২৩ বাংলাদেশি। বিমানটি দেখামাত্র নিহতের অনেক স্বজন কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্না দেখে কান্না সংবরণ করতে পারেননি সেখানে উপস্থিত অনেক সাধারণ মানুষও। সবার কান্নায় ভারী হয়ে আসে বিমানবন্দর এলাকার আকাশ-বাতাস।

এর আগে বেলা আড়াইটার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে ২৩ মরদেহ নিয়ে বাংলাদেশের পথে রওনা হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট (কার্গো)। প্রায় দেড় ঘণ্টা পর বিকাল চারটার দিকে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর কিছু আগে অবতরণ করে নিহতদের স্বজনদের নিয়ে আসা ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

এর আগে সকালে বাংলাদেশ দূতাবাসের কাছে নিহত ২৩ বাংলাদেশির মরদেহ হস্তান্তর করে নেপাল কর্তৃপক্ষ। পৌনে নয়টার দিকে নেপালে বাংলাদেশ দূতাবাসে জানাজা শেষে মরদেহ ত্রিভুবন বিমানবন্দরে নেয়া হয়।

সোমবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নেপাল থেকে ২৩ বাংলাদেশি নাগরিকের মরদেহবাহী বিমানটি বিকালে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দর থেকে মরদেহের কফিনগুলো সরাসরি আর্মি স্টেডিয়ামে নেয়া হবে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।

ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় ২৬ বাংলাদেশির মধ্যে এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

তারা হলেন- আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন, এফএইচ প্রিয়ক, উম্মে সালমা, বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

এদিকে কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া ছয় বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। সর্বশেষ গতকাল রবিবার বিকালে আহত শাহীন বেপারীকে দেশে ফিরেয়ে আনা হয়েছে।

এর আগে শেহরিন আহমেদ, কামরুন্নাহার স্বর্ণা, মেহেদী হাসান, আলমুন্নাহার অ্যানি ও রাশেদ রুবায়েত দেশে ফেরত আনা হয়েছে। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

পূর্বাশানিউজ/ ১৯ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি