শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অনির্দিষ্টকালের জন্য বন্ধ গ্রিক সুপারলীগ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

থেসালোনিকিতে রবিবার রাতে গ্রিক সুপার লীগ তৃতীয় স্থানে পিএওকে সালনিকা ও এইকে এথেন্সের ম্যাচে এক অস্বাভাবিক ঘটনার আবির্ভাব ঘটে, যা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে গ্রিক সুপার লীগ। এই ম্যাচের শেষ মুহূর্তে এথেন্সের বিরুদ্ধে গোল করে পিএওকে সালনিকা। প্রাথমিকভাবে রেফারি গোলের সংকেত দিলেও কিছুক্ষণ পরই অফসাইডের সংকেত দিয়ে বাতিল করে দেন। এরপরই শুরু হয় বিপত্তি।

পিএওকে সালনিকার মালিক ইয়ান সাভভিদিস ও তার সহকারীরা মাঠে এসে চড়াও হন রেফারির উপর। এখানে জেনে রাখা ভালো, ইয়ান সাভভিদিস রাশিয়ার একজন স্বনামধন্য ব্যবসায়ী ও ভ্লাদিমির পুতিনের রাশিয়া পার্টির পার্লামেন্টারি সদস্যও ছিলেন। কতৃপক্ষের হস্তক্ষেপে শুরুতে তিনি মাঠ ছেড়ে যেতে রাজি হলেও কিছুক্ষন পরে আবারও ফিরে আসেন মাঠে। এই সময় তার সাথে একটি বন্দুক দেখা যায়, যা স্টেডিয়ামের পরিস্থিতিকে জটিল করে তোলে। এই সময় ম্যাচ স্থগিত ঘোষণা করলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। চলমান এই পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত গ্রিক সুপার লীগের সকল ম্যাচ স্থগিত করেছে গ্রিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

পূর্বাশানিউজ/ ২২ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি