শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ার সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

অস্ট্রেলিয়ার উত্তরে কাকাডুতে এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

কুয়িন্ডা লজ থেকে ছয় কিলোমিটার উত্তরে কাকাডু হাইওয়েতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত টয়োটা প্রাডো গাড়ির আহত অন্য চার যাত্রীকে রয়্যাল ডারউইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল, যদিও এদের মধ্যে তিনজন আইসিইউতে রয়েছেন।

উত্তর অঞ্চলীয় পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার কমান্ডার টনি ফুলার জানিয়েছেন, জাবিরু থেকে কুয়িন্ডাগামী টয়োটা প্রাডোটি ২৯ বছর বয়সি এক অদক্ষ চালক চালাচ্ছিল। পথিমধ্যে গতির ওপর বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার সৃষ্টি করে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনার সময় এক ব্যক্তি গাড়ি থেকে ছিঁটকে পড়ে যান। এতে মনে হচ্ছে, যাত্রীরা হয়ত সিটবেল্ট ব্যবহার করেননি।

তিনি বলেন, আমরা মনে করি না, চালক অ্যালকোহল সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। বরং চালক অদক্ষ ছিলেন। চালক শহরে ছোট গাড়ি চালিয়ে অভ্যস্ত। এ ধরনের গাড়ি হয়ত তিনি এর আগে চালাননি।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি