রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার জগন্নাথপুরে শিশুকে কবিরাজী চিকিৎসার নামে হত্যা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া সংলগ্ন কুচাইতলী এলাকায় ভন্ড কবিরাজ মাহবুবুর রহমান ও মোগোলটুলি এলাকার তার এক খাদেমের বিরুদ্ধে এক শিশুকে কবিরাজী চিকিৎসার নামে হত্যার অভিযোগ উঠছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি (ঝুমুর সংলগ্ন) সিন্দুরিয়া পাড়া গ্রামের প্রাবাসী জামাল হোসেনের সাড়ে তিন বছরের ছোট্ট শিশু (একমাত্র ছেলে) শেখ ফরিদ দুষ্টুমি বেশি করার কারনে শুক্রবার সকালে সন্তানের দুষ্টামি কমাতে কবিরাজের কথা মত মা তার সন্তানকে ৩ দিনের জন্য কবিরাজের কাছে রেখে আসে । রাতে মা ফোন দিয়ে ছেলের খবর নেয়, কবিরাজ জানায় “ ছেলে ফরিদ ভালো আছে । চিকিৎসা চলছে, রবিবারে এসে নিয়ে যাবেন। একবারে ভদ্র আর শান্ত, সব ঠিক হয়ে যাবে”।

 

তবে হঠাৎ গতকাল শনিবার (৩১ মার্চ) দুপুর ১টায় ময়নামতিতে শিশু শেখ ফরিদ ফিরে আসে মায়ের কাছে। তবে ছোটোছুটি করছে না আগের মত। সাদা কাফনে মোড়ানো এম্বুলেন্সে করে, চিরতরে শান্ত তার দেহ। কবিরাজ ফোন করে জানায় “জ্বীনে মেরে ফেলেছে সকালে, গোসল জানাজা হয়ে গেছে দাফন করে দিন”। এম্বুলেন্সের সাথে পাঠায় খাদেম ও এম্বুলেন্সের ড্রাইভার জহিরুল ইসলামকে।

 

এমন সংবাদে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি করেছে। বর্তমানে খাদেম ও এম্বুলেন্সের ড্রাইভার কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান শিশুর মামাতো ভাই জাহিদ হোসেন এবং নিহতের নিকটাত্মীয় মোবারক মিয়া।

 

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম মিয়া বলেন, “একটি শিশুর ডেটবডি পেয়েছি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি” তবে জিজ্ঞাসাবাদের জন্য কবিরাজের দুই সহযোগীকে আটক করা হয়েছে।

 

উল্লেখ্য, চৌদ্দগ্রাম উপজেলার মান্দারিয়া গ্রামের মৃত মোকসেদ আলীর কনিষ্ট পুত্র ভন্ড কবিরাজ মাহবুবুর রহমানের বিরুদ্ধে এর আগেও ৪ ভারতীয় নাগরিক আটক, রোগীদের টাকা আত্মসাৎ সহ কয়েকটি শিরোনামে জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যম গুলো সংবাদ পরিবেশন করার পরও কোন ব্যবস্থা গ্রহন না করায় ক্ষোভ প্রকাশ করে মিডিয়া কর্মী, সুশীল সমাজ ও স্থানীয় ব্যক্তি বর্গ।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি