মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ড; স-মিল ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি!


কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ড; স-মিল ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটি স-মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোরে উপজেলার মধ্যম আশ্রাফপুর এলাকায় লাকী টিম্বার্স নামক একটি স-মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এতে স-মিলটি ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে কুমিল্লা জেলা ও কুমিল্লা ইপিজেড শাখার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোর সাড়ে পাঁচটায় স্থানীয় মসজিদের মুসল্লিরা লাকী টিম্বার্স নামক স-মিলে আগুন জ্বালাতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে ছড়িয়ে পড়ার পূর্বেই আগুন নেভাতে সক্ষম হয়।

লাকী টিম্বার্সের স্বত্ত্বাধিকারী মো. মোস্তফা কামাল বলেন, তারা মিলটি বন্ধের সময় সার্কিট ব্রেকার বন্ধ করে বাসায় যান। যে কারণে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সম্ভাবনা নেই বলে তিনি মনে করছেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি