রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কারা কর্তৃপক্ষকে খালেদার এক্সরে রিপোর্ট হস্তান্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক্সরে রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। রবিবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে সিলগালা অবস্থায় এক্সরে রিপোর্টটি কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ-আল-হারুন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার তাকে বিএসএমএমইউতে আনা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক ও তিন সদস্যের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে তার পাঁচ ধরনের (সার্ভিক্যাল স্পাইন, লাম্বার স্পাইন, হিপ জয়েন্ট (দুটি) ও পেলভিস) এক্সরে করে বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ।

পূর্বাশানিউজ/ ০৮ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি