শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘সরকারি সব সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি আছে : ইকবাল মাহমুদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দেশে দুর্নীতি নেই এটা অস্বীকার করা সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ‘সরকারি সব সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি আছে। আমার দুর্নীতি বিভাগও (দুদক) দুর্নীতিমুক্ত নয়।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুনীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকের চাকরি চলে গেছে। অনেকে বিভাগ ছেড়ে চলে গেছেন।’

বুধবার (১১ এপ্রিল) যশোর সার্কিট হাউজে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের বয়সী লোকদের দিয়ে সোনার বাংলা গড়া সম্ভব নয়। এজন্য আগামী প্রজন্মকে বেছে নিয়েছি। তাদের যদি দুর্নীতিমুক্ত করা যায়, তাহলে আগামী ২১ শতকে বিশ্বের সমৃদ্ধশালী ১১টি দেশের মধ্যে নাম থাকবে বাংলাদেশের। এজন্য তিনি দক্ষ জনশক্তির উপর গুরুত্বারোপ করেন। কারণ আমাদের দেশের এক কোটি মানুষ বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠায়, তার চেয়ে বাংলাদেশে কর্মরত ১ লাখ মানুষ বেশি টাকা নিয়ে যায়।’

এই দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে মনে করেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, ‘মাঝে মাঝে আমরা দুর্নীতি দমন করছি। তবে আমরা দুর্নীতি প্রতিরোধে বেশি গুরুত্ব দিচ্ছি। কোন ব্যক্তিকে জেলে দেওয়া আনন্দের বিষয় নয়। বৃহত্তর স্বার্থে আমাদের এটাও করতে হয়। শিক্ষা ব্যবস্থায় কোনোভাবেই দুর্নীতি মেনে নেওয়া হবে না। শিক্ষকদের মর্যাদা সবার উপরে। আপনারা শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পাঠাতে উদ্বুদ্ধ করবেন না। আপনারা শিশুদের পড়ার টেবিলে বসার ব্যবস্থা করুন। তাহলে তারা কোচিংমুখী হবে না। তারা পড়ার টেবিলে না থাকলে মাদকাসক্তিসহ নানা অপরাধে জড়িয়ে পড়বে।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ইকবাল মাহমুদ বলেন, ‘আপনারা আইন মেনে দায়িত্ব পালন করুন। আপনাদের চাকরি কেউ খেতে পারবে না। কেউ যদি চাকরি খায় আমার কাছে যাবেন, আমি আপনাদের চাকরি বুঝে দেবো।’

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি খুলনার রুপসা উপজেলা শাখার সভাপতি আবদুর রশিদ, কলারোয়া শাখার সভাপতি আক্তার আসাদুজ্জামান, কুষ্টিয়ার দৌলতপুর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নড়াইল জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আবদুল আওয়াল এবং পুলিশ সুপার আনিসুর রহমান।

পূর্বাশানিউজ/ ১১ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি