বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউটিউব থেকে বাতিল জাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেটির কর্ণধার আবদুল আজিজ। বাংলাদেশসহ ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায়ও সিনেমা নির্মাণ করে থাকে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু সম্প্রতি বেশ বিপাকের মধ্যে পড়েছে দেশের শীর্ষ এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। শনিবার থেকে ইউটিউব থেকে বন্ধ করে দেয়া হয়েছে তাদের চ্যানেলটি।

জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলের লিঙ্কে শুধু ইউটিউব থেকে দেয়া একটি বার্তা প্রদর্শিত হচ্ছে। যেখানে বলা হয়েছে, ‘স্প্যাম, প্রতারণামূলক আচরণ এবং ভুল দিকে পরিচালিত করে এমন কনটেন্টের বিরুদ্ধে থাকা ইউটিউবের এক বা একাধিক নীতি বা অন্যান্য শর্ত লঙ্ঘনের দায়ে এই অ্যাকাউন্টটি বাতিল করা হয়েছে।’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজও তাদের ইউটিউব চ্যানেলটি বাতিলের তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তবে নির্দিষ্ট কোন ভিডিওর কারণে এটি বাতিল করা হয়েছে তা জানাতে পারেননি তিনি। শুধু জানিয়েছেন, বিষয়টি নিয়ে জাজের টেকনিক্যাল টিম কাজ করছে।

বছর দুয়েক আগেও একবার ইউটিউব থেকে বাতিল করা হয়েছিল জাজের চ্যানেলটি। কপিরাইট নিয়ে ঝামেলা হওয়ায় তখন চ্যানেলটি বন্ধ করা হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল। তাছাড়া গত বছরের মাঝামাঝিতে চ্যানেলটিতে প্রকাশিত ‘আল্লাহ মেহেরবান’ গানটি নিয়েও বেশ ঝামেলায় পড়েছিল জাজ। তিন দিনের মাথায় অবশ্য বাধ্য হয়ে ভিডিওটি সরিয়ে নেয় তারা।

এদিকে, স্প্যাম, প্রতারণামূলক আচরণ এবং ভুল দিকে পরিচালিত করে এমন কনটেন্টের বিরুদ্ধে  সম্প্রতি জোরালো অবস্থান নিয়েছে বিনামূল্যে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে ইউটিউব থেকে গত তিন মাসে বিশ্বের প্রায় ৮৩ লাখ ভিডিও সরানো হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি