বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘ওআইসির সদস্যদের সম্মিলিত পদক্ষেপে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব’


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

রোহিঙ্গা সমস্যা সমাধান করা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। ওআইসির সদস্যদের সম্মিলিত পদক্ষেপেই রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সম্মেলনের কার্যকর ভূমিকা নিয়ে আলাপকালে সাবেক কূটনৈতিক মোহাম্মদ জমির আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীরা রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে দেখে এসেছেন রোহিঙ্গাদের অবস্থা। রোহিঙ্গাদের ব্যাপারে আগে তাদের সবার এতোটা ধারণা ছিল না। এর মাধ্যমে একটা সচেতনতা তৈরি হবে বলে আশা করি। রোহিঙ্গা প্রত্যাবাসন সমস্যা সমাধানে তারা এগিয়ে আসবেন। রাখাইন রাজ্যে মিয়ানমার যে অত্যাচার ও উৎপীড়ন করেছে এবং জাতিগতভাবে নিধনের চেষ্টা চালিয়েছে, সে ব্যাপারে যা কিছু করণীয় রয়েছে তা পৃথিবীর সব মহলের কাছে ওআইসিকে তুলে ধরতে হবে। ওআইসির পক্ষ থেকে বলা হয়েছে, রোহিঙ্গা সম্প্রদায় যারা বাংলাদেশে রয়েছে, তাদের দেখাশোনার জন্য বাংলাদেশকে সহযোগিতা করতে হবে। ওআইসির অন্য যে দেশগুলো রয়েছে তারাও এ ব্যাপারে উদ্যোগ নেবে এবং সাহায্য করবে।

তিনি আরও বলেন, কানাডার পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বলেছেন, ‘মিয়ানমারে জাতিগত নিধন হয়েছে। এ ব্যাপারে কানাডা অত্যন্ত চিন্তিত। কানাডা মনে করে, দায়বদ্ধতার সাথে এ সমস্যা সমাধান করা উচিত। রোহিঙ্গাদের সব কিছুর ব্যাপারে সাহায্য করতে হবে’। হিউম্যান রাইটস রোহিঙ্গাদের ব্যাপারে ওআইসিকে একটি প্রতিবেদন দিয়েছে। এতে সদস্যরা উৎসাহিত হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি