শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ওমানে ঘূর্ণিঝড় ‘মিকুনু’র আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ওমান উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মিকুনু’। এর আগে ইয়েমেনে তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড়টি। এতে ইয়েমেন অন্তত ৭ ও ওমানে ১২ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

ওমানের দ্বিতীয় বৃহত্তম শহর সালালাহর পশ্চিমে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে মৌসুমি ঝড়ে পরিণত হয়েছে।

এদিকে ঝড়ের প্রভাবে সৃষ্ট বর্ষণে ওমানের দোফার এবং আল-উস্তা প্রদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে ভেসে গেছে অনেক যানবাহন। ধ্বংস হয়েছে অনেক স্থাপনা। অনেক স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে এবং স্থানীয় সময় শনিবার মধ্যরাত পর্যন্ত সালালাহর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘণ্টায় ১৭০ কি.মি বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের কবল থেকে জানমাল রক্ষায় উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে আগেই নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ঘূর্ণিঝড় ‘মিকুনু’ ইয়েমেনের সোকোতরা উপকূলে আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কর্তৃপক্ষ এলাকাটিকে ‘ধ্বংসযজ্ঞ স্থান’ হিসেবে ঘোষণা করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি