বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যাত্রীর জুতার ভেতর থেকে ৫০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার


যাত্রীর জুতার ভেতর থেকে ৫০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতগামী আব্দুল মোতালেব (৫২) নামে এক যাত্রীর জুতার ভেতর থেকে সাড়ে ৯টি সোনা বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা।

শুক্রবার উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আটক মোতালেব গাজীপুর জেলার টঙ্গী উপজেলার আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত জানান, জয়নগর, দর্শনা চেকপোস্ট দিয়ে সোনার বার ভারতে চালান করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ৮ সদস্যের একটি দল শুক্রবার সকাল থেকে দর্শনা চেকপোস্টে অবস্থান নেয়। পরে সন্দেহ হলে ভারতগামী বাংলাদেশি নাগরিক আব্দুল মোতালেবকে আটক করে কাস্টমস অফিসে আনা হয়। পেশায় কসমেটিক্স ব্যবসায়ী পরিচয় দেয়া এ ব্যক্তি গত এক বছরে ১৫ বার ভারতে গিয়েছেন এবং প্রতি বার ১ দিনের মধ্যেই ফেরত এসেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি