শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণের গলিয়ারায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ি নুরু নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুরু (৫৫)নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০ কেজি গাঁজা, একটি রিভলভার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ মে) রাত ১ টা ৫০ মিনিটে উপজেলার গলিয়ারা-লক্ষ্নীপুর গ্রামের মাঝখানে এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নুরু জেলার সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে, যার মধ্যে একটি অস্ত্র ও ১০টি মাদক মামলা ।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানায়, মাদকের চালান যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের টিম গলিয়ারা-লক্ষ্নীপুর গ্রামের সীমান্তে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। পুলিশ আত্নরক্ষার্থে গুলিবর্ষণ করলে নুরু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি