বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিনা কর্তনে ছাড় পেল ‘ভাইজান’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৮

ডেস্ক রিপোর্ট :

শাকিব খান-শ্রাবন্তী-পায়েল সরকার অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি এবারের ঈদুল ফিতরে কলকাতায় মুক্তি পেয়েছে। কিন্তু আইনের মারপ্যাঁচে বাংলাদেশে তা প্রদর্শন করা সম্ভব হয়নি। তবে শাকিব খান অভিনীত কলকাতার এই ছবিটি এবার বাংলাদেশের সেন্সর বোর্ড এদেশেও মুক্তির অনুমতি দিয়েছে। ফলে সব বাধা পেরিয়ে সোমবার ছবিটি চলচ্চিত্র সেন্সর প্রদর্শিত হয়। এরপর সেন্সর সদস্যরা ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার ‘ভাইজান এলো রে’ ছবিটি সেন্সরবোর্ডে মুক্তির অনুমতি নিতে জমা দেয়া হয়। সোমবার দুপুরে প্রদর্শনের পর কর্তন ছাড়াই ছাড়পত্র পায় ‘ভাইজান এলো রে’।

‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব অভিনীত শিকারি, নবাব, চালবাজ ছবিগুলোর পরিচালকও ছিলেন তিনি। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে।

‘ভাইজান এলো রে’ ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি