রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে নৌকা উল্টে ১৭ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার :

যুক্তরাষ্ট্রে নৌকা উল্টে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিসৌরি প্রদেশের ব্রানসন শহরের টেবিল রক হ্রদে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নৌকাটিতে ৩১ জন যাত্রী ছিল। শুক্রবার সন্ধ্যায় পর্যটকদের নিয়ে নৌকাটি পাড়ি দেয়। যদিও আবহাওয়া দপ্তর থেকে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। যা পর্যটকরা মেসে চলেননি। নৌকাটি পর্যটকদের নিয়ে রওনা দেওয়ার মাত্র আধা ঘণ্টা পরেই শুরু হয় প্রচন্ড ঝড়। যার জেরে হ্রদে বড় বড় ঢেউ উঠতে শুরু করে। একসময় ভারসাম্য রক্ষা করতে না পেরে নৌকাটি উল্টে যায়।

অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যিনি নৌকা চালাচ্ছিলেন, তিনিও মারা গেছেন। উদ্ধারকারী দল মৃতদেহগুলো উদ্ধার করেছে। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ-সকলেই রয়েছেন। মৃতদের মধ্যে একই পরিবারের ৯ জন আছেন।

মিসৌরির গভর্নর মাইকেল পারসন আহতদের সঙ্গে দেখা করেছেন। জানা গেছে, নৌকাটি হ্রদের প্রায় মাঝামাঝি জায়গায় গিয়ে ডুবে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি