বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। লঘুচাপ ও মৌসুমি বায়ুর জোরালো অবস্থানের কারণে এই সতর্ক সংকেত জারি করা হয়েছে। তাই এসময় নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী ডিউটি অফিসার সৈয়দা মিমি পারভীন জানান, বরিশাল, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীগুলোর ওপর ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। ২৩ জুলাইয়ের পর আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হবে। বিশেষ করে চট্টগ্রামসহ কিছু জেলার বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি