বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাতীয় ঐক্যের বিষয়ে বিএনপি এখনো কোন প্রস্তাব করেনি- নজরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৮

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্যের জন্য প্রাথমিকভাবে যে ১০টি প্রস্তাব তৈরির কথা বলা হচ্ছে তা সঠিক নয়। দলীয়ভাবে এখনো কোন প্রস্তাব তৈরি হয়নি। তবে এ বিষয়ে নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা খুব শীঘ্রই বসবে।

সোমবার দুপুরে তার নিজ বাসায় সাক্ষাৎকারে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

জাতীয় এই ঐক্যে দলের পক্ষ থেকে কি ধরনের প্রস্তাব থাকতে পারে?-জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রথম থেকেই চেয়ারপার্সনের মুক্তি দাবি করেছি এখনো তাই তবে চেয়ারপার্সনের পাশাপাশি সকল রাজবন্দীর মুক্তির বিষয়টি আমরা জানাবো, তাছাড়া ভোটের অধিকার, আইনের শাসন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয় গুলো থাকবে।

খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের সর্বশেষ প্রস্তুতি কি? জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা এখন বৃহত্তর রাজনৈতিক ঐক্যের জন্য কাজ করছি। এখানেও খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও থাকবে। তাছাড়া নির্বাচনের আগে খালেদা জিয়ার যেন মুক্তি হয়। সে জন্য আইনি লড়াই তো চলছেই তার পাশাপাশি আমরা জনগণের কাছে যাবো এবং আন্দোলনকে কিভাবে বেগমান করা যায় সেই চেষ্টা আমরা করবো। তবে জ্বালাও পোড়াও এ ধরনের কোন আন্দোলনে আমরা যাচ্ছি না।

তিনি বলেন, রাজনীতিক ঐক্য যদি তৈরি হয়, আমরা আশা করি চেয়ারপার্সনেরও মুক্তি হবে এবং দেশে একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন হবে।

রাজনৈতিক এই ঐক্যের বাধা হিসেবে জামায়াতকে আপনারা কিভাবে নিয়েছেন? জামাত থাকবে কি থাকবে না এ বিষয়ে আমরা এখন কোন সিদ্ধান্তে যাচ্ছি না। আমাদের ঐক্যের প্রধান লক্ষ হচ্ছে খালেদা জিয়ার মুক্তি। বেগম জিয়ার মুক্তি হলেই তিনি সিদ্ধান্ত নেবেন জামাত থাকবে কি থাকবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি