মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা নির্যাতন ও উচ্ছেদ অভিযান ইস্যুতে সুচির পদত্যাগ করা উচিৎ : জাতিসংঘ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৮


ডেস্ক রিপোর্টঃ

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো সেনাবাহিনীর নির্যাতন ও উচ্ছেদ অভিযানের দরুন দেশটির নেতা অং সান সুচির পদত্যাগ করা উচিৎ বলে মনে করছে জাতিসংঘ। গতবছর দেশটির মুসলিম সংখ্যালঘুদের ওপর চালানো ঘৃণ্য সহিংসতার পেছনে তিনি যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছেন বলে মনে করেন বিশ্বসংস্থাটির বিদায়ী মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’দ আল-হুসেইন।

তার এ বক্তব্যটি এমন সময় এলো যখন সংস্থাটি মিয়ানমার সেনাবাহিনীর সম্ভাব্য গণহত্যার জন্য তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিৎ বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও দেশটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোন ছাড় নয় বলে জাতিসংঘের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, গত আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার অভিযোগে দেশটির রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর নিধন অভিযান শুরু করে। সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যা অভিযান থেকে বাঁচতে গত ২৫ আগস্ট থেকে প্রায় ৮লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দেশটির এমন ঘৃণ্য অভিযান ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করে আসছে। বিবিসি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি