মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মিথ্যে অভিযোগে মামলা দিয়ে বরুড়ার এক পরিবারকে হয়রানির অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০১৮


স্টাফ রিপোর্টারঃ
আদালতে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে কুমিল্লার বরুড়া উপজেলায় এক পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল জলিল পাটোয়ারীর ছেলে মোঃ মনিরের সাথে তারই বড় ভাই মোঃ বাচ্চু মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিনের। সেই বিরোধের জের ধরে মনির চলতি বছরের ২৯ শে জুলাই তার স্ত্রীকে (আয়শা আক্তারকে) দিয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। যার ধারা নং ৩২৩/৩৫৪/৪২৭/৩৭৯/৪৪৮/৪৪৭/ ১০১ এবং ৩৮৫।

মামলার এজহারে বলা হয়েছে, গত ২৯শে জুলাই মামলার ১ নং আসামি মোঃ বাচ্চু মিয়া ও ৩ নং আসামি মোঃ মিজানুর রহমান বাকি আসামিদের নিয়ে মামলার বাদি আয়শা আক্তারের স্বামী এবং ১নং সাক্ষী মনিরের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা দিতে অনীহা জানালে মামলার বিবাদীরা বাদির স্বামী মনিরকে মারধর করা শুরু করে এবং তাদের বাস করা গৃহে প্রবেশ করে আলমারি থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা দামের মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এই ব্যাপারে মামলার বিবাদী বাচ্চু মিয়ার পরিবার জানায়, মামলার ১নং আসামি মোঃ বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করছেন। উল্লেখিত মামলায় যেই তারিখ উল্লেখ করা হয়েছে সেদিন এমন কোনো ঘটনা তো দূরের কথা, বাচ্চু মিয়া দেশেও ছিলেন না। মূল বিষয় হলো মনিরের পরিবারের সাথে আমাদের একটি জমি সংক্রান্ত বিরোধ আছে, সেই বিরোধে জয়লাভের জন্য মনির তার বাকি সব কৌশলে ব্যর্থ হয়ে আদালতে গিয়ে মামলাটি দায়ের করে। আমাদের পরিবারের কেউই এমন ঘটনার সাথে সম্পৃক্ত নয়। আমাদের পরিবারকে হয়রানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি