শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


তাজমহলে বানরের অত্যাচারে পর্যটকরা বিরক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০১৮

ডেস্ক রিপোর্ট:
ভারতে তাজমহলকে কেন্দ্র করে দেশি বিদেশি পর্যটকদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। আর এই আতঙ্কের নাম বানর। তাদের বাঁদরামিতে অতিষ্ঠ পর্যটকরা। এরা কখনও পর্যটকদের জিনিস চুরি করে পালায়, আবার কখনও বা দাঁত-মুখ খিচিয়ে মারতে আসছে। রোমান্টিক এই স্মৃতিসৌধে পর্যটকদের রেহাই দিচ্ছেনা তারা। এককথায় তাদের আতঙ্কে ত্রস্ত পর্যটকরা। আর তার প্রভাব পড়ছে তাজমহলের ব্র্যান্ড ভ্যালুতেও।

এদিকে পর্যটকদের অভিযোগ বানরের উপদ্রব কমাতে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। আগ্রা ট্যুরিষ্ট ওয়েলফেয়ার চেম্বারের সভাপতি প্রহ্লাদ আগরওয়াল এর জন্য সরাসরি দায়ী করেছেন নিরাপত্তা ব্যবস্থার গলদকে। তিনি জানিয়েছেন, বানররা তাজমহলের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ওদের আটকাতে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। তাই তারা এত নিশ্চিতে ঘোরাফেরা করতে পারে। আর পর্যটকরা ওদের হামলার শিকার হয়।

বানর সমস্যা মেটাতে আগ্রার জেলা প্রশাসক এন জি রবি কুমারকেও অসহায় দেখাল। তিনি জানান, রাজ্যের ট্যুরিজম ডাইরেক্টরেট ও পর্যটন দফতরের মুখ্য সচিবকেও বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। ইন্ডিয়া টুডে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি